মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ছেঙ্গারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণমিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।
নিজ বক্তব্যে তিনি বলেন, ‘দলের নির্বাচনী ইশতেহারের নির্দেশনা ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে। কোনো নেতা–কর্মীর কর্মকাণ্ডে আমার বা দলের সুনাম যেন ব্যাহত না হয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান এবং প্রচার সম্পাদক বাবুল প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, সাধারণ সম্পাদক শাহ ইমরান, আবদুল লতিফ লিটনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আনোয়ারা (চট্টগ্রাম) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। নির্বাচনী আমেজ জমতে শুরু করায় তিনি বিরামহীনভাবে মাঠে, ময়দানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তৃত গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের দোরগোড়ায় গিয়ে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গনি, জেলা ছাত্র কল্যাণ সেক্রেটারি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা, কর্মীরা।
নেতাকর্মীরা জানান, অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী পুরো নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষকে সুশাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। তাঁর পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
কোটচাঁদপুর (ঝিনাইদহ)
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরায় বুধবার সকালে ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তার গণসংযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নিয়ে তাকে ফুল ও শুভেচ্ছায় বরণ করে নেন।
গণসংযোগে অংশ নেন তালসার কলেজের প্রভাষক ও পৌর জামায়াতের মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মাওলানা নজির আহমদ, ১নং ওয়ার্ড আমীর মাওলানা সহিদুল ইসলাম, ২নং ওয়ার্ড আমীর নুরুল ইসলাম, সাহাবুদ্দিন লাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা দোকানপাট, বাজার ও সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে সমর্থন চান।
চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন পরিচালক জেলা জামায়াত নেতা আখতার আহমদ, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও হারবাং ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর। এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন খোকন কুমার সুশীল, রনজিত দাশ, শিমুল দাশ, মিঠুন দত্ত ও সুইলাং রাখাইন।
চট্টগ্রাম
ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা কে বিজয়ী করতে সদস্য (রুকনদের) দায়িত্বশীলদের ভুমিকা পালন করতে হবে বিজয় দেওয়া মালিক আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে জনগণের আশার প্রতিফলন হয়েছে এখন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে গোটা জাতি। তিনি আরো বলেন জামায়াতে ইসলামী জনগণের সংগঠন আমাদের সব আয়োজন দেশের স্বার্থ ও জনগণের কল্যাণার্থে। জামায়াতে ইসলামীর রুকনদের কে জনগণের দুঃখ দুর্দশার সব সময় পাশে থাকার আহবান জানান।
৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মাসিক সদস্য (রুকন) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ০৮ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মানবিক চিকিৎসক খ্যাত ডাক্তার মোঃ আবু নাছের এসব মন্তব্য করেন।
বিশিষ্ট সমাজ সেবক প্রবীণ দায়িত্বশীল পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মাওলানা মুহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় মাসিক সদস্য (রুকন) বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী শাখার অন্যতম শূরা সদস্য ও পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক তিনি বলেন রুকনদের কে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণের প্রতি আরো যত্নশীল হতে হবে শপথের আলোকে ময়দানের চাহিদা অনুযায়ী ভূমিকা পালন করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন বায়তুলমাল সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, অফিস সম্পাদক শেখ মুহাম্মদ আবু জাফর, প্রচার সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন, নুরুল আবচার, রুহুল আমিন, গিয়াস উদ্দিন,জাফর আলম কুতুবী, মাঈন উদ্দিন, আলমগীর হোসাইন, আব্দুল্লাহ আল মাসুদ, মনজুর আহামেদ, নুরুল আজম, মুহাম্মদ মিজানুর রহমান, আব্দুল কাদের, আবুল খায়ের, রেজাউল করিম,নিজাম উদ্দিন, সারওয়ার কামাল, আনিছুর রহমান চৌধুরী, মুহাম্মদ সুমন, সেলিম উল্লাহ, ইসমাঈল হোসাইন , আরিফুল ইসলাম, নাজমুস সাকিব, আহমেদ কবির হিরু, মুহাম্মদ ইরফান, জসিম উদ্দিন, জাহিদুল ইসলাম প্রমূখ।
রুপসা (চাঁদপুর)
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে রুপসা উত্তর ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমীর জামিরুল ইসলাম বি,এস,সির সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আলী আকবর রনির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য এমপি প্রার্থী জেলা জামায়াতের সম্মানিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত একটি মজলুম দল, এ দলকে ধ্বংস করতে আওয়ামী লীগ এমন কোনো নির্মমতা নাই এ দলের কর্মী ও নেতাদের ওপর চালায়নি। আজ মজলুম সংগঠনটি এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতীকে পরিণত হয়েছে। মায়া-মমতা ও ভালোবাসা ভরা একটি সমাজ কায়েম করাই এই কাফেলার উদ্দেশ্য।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল,নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন,সেক্রেটারি সাখাওয়াত হোসেন,জামায়াত নেতা মাওলানা আকরাম হোছাইন,মাওলানা আবু হানিফ,মাওলানা আলী আহম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিরোজপুর : গত ১১ ডিসেম্বর বাদ মাগরিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় পিরোজপুর ১ আসনের এমপি প্রার্থী মাসুদ সাঈদীর উপস্থিতিতে স্বাগত মিছিল করেছে পিরোজপুর জেলা জামায়াত । বৃহস্পতিবার রাতে জেলা জামায়াত কার্যালয়ের সম্মুখ থেকে জেলা সেক্রেটারি জহিরুল হক এর নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেয়া হয়। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা আগামী নির্বাচনে সকল ভোটারদের গণতন্ত্র উত্তরণে ভোট কেন্দ্র যাওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচন যাতে সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সিইসির প্রতি সেই আহ্বান জানানো হয়।
কলারোয়া (সাতক্ষীরা)
কলারোয়া উপজেলা ব্যাপী চলছে জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা। যার ধারাবাহিকতায় গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও গণমিছিল অব্যাহত রয়েছে।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)বিকেলে ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাজারে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। একই দিন মাগরিবের নামাজের পর ইউনিয়নের শাকদাহ বাজারে দোকানদার, ক্রেতা ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও দাড়িপাল্লার লিফলেট বিতরণ করে। গণসংযোগ চলাকালে জামায়াতের কর্মী ও সমর্থকরা দাড়িপাল্লার পক্ষে মিছিল দিতে থাকে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা কোরবান আলী সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।