ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে তার একটি জটিল অস্ত্রোপচার করানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে যুক্তরাজ্যে নেওয়ার আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে সবুজ সংকেত পাওয়া প্রয়োজন হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ওসমান গণির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে এ জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। বৃটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ জন্য ভালো ব্যবস্থা রয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আইনজীবী সাইফ উদ্দিন খালেদ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে লেখেন, ‘হাদিকে UK আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)র মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুকে পোস্টে লেখেন, ‘আমাদের প্রিয় ভাই (ওসমান গণি) ওসমান বিন হাদী’র যথাযথ চিকিৎসা মূলত: সিঙ্গাপুরে সম্ভব না। তাঁর এখন যে অপারেশনটা দরকার সেটার প্রপার ম‍্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই। তাঁকে যদি কোনভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেয়া যেত তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। ইউ.কে’তে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে ওসমান হাদী’র ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হবো।’

জানা গেছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে বৃটেনে নেওয়ার প্রচেষ্টা শুরু করেন। তবে বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন।

সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন হবে। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে বৃটেনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ।