রংপুর অফিস ও বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রর্াাথী এটিএম আজহারুল ইসলাম বলেছেন-দুর্নীতি মুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সকল দেশপ্রেমিক সৎ নাগরিকদের ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানরেহাট বাজার এলাকায় ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জামায়াতে ইসলামী রাধানগর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রোস্তম আলী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মোজাহদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান।

এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা ভারত বিরোধী নই। আমরা ভারতের অপ্রতিবেশী সুলভ নীতির বিরোধী। ভারত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চরম হুমকি। ভারত থেকে স্বাতন্ত্র ধারায় দেশকে রক্ষা করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। তিনি দুঃখ করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সাক্ষি দেয়া হয়েছে। যারা আমাকে জ্জ কিলোমিটার থেকে দেখেছে। সাক্ষীদের প্রতি অমার কোন আক্ষেপ নেই। আক্ষেপ সেই আদালতের প্রতি, যা শেখ হাসিনা ধ্বংস করে কেঙ্গারু আদালত বানিয়েছে। আমার কোন চাওয়া পাওয়া নেই। এটা আমার এক্সটেনশন লাইফ। আগামী নির্বাচনে আমাকে আপনারা আমাকে ভালবাসা এবং সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। আমি কথা দিচ্ছি আপনাদের আমানত একটি টাকাও অপচয় বা আত্মসাত করবো না। নির্বাচিত হলে জাতীয় সংসদকে দুর্নীতি মুক্ত রাখবো ইনশায়াল্লাহ।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, ভারত আমাদের সীমান্ত জুড়ে বিভিন্ন জাতীয় মাদকের কারখানা স্থপন করেছে আমাদের যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য। তাই এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য উন্নত চরীত্র ও দেশপ্রেম নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।