নভেম্বরের মধ্যে গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বিকাল ৩ টায় জামায়াতে ইসলামী শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এ সমাবেশ করেন।
জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বদরুল আমিনের সঞ্চালনা করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির ও নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও ব্যাটারা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পূর্বধলা আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনার-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, শুরা ও কর্মপরিষদ সদস্য ও নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী, শুরা ও কর্মপরিষদ সদস্য, নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আবুল হাসিম, নেত্রকোনা পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল প্রমুখ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। জুলাই সনদের আইনে ভিত্তি দিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, কোন কোন জায়গায় একটি দল আমাদের নেতা কর্মীদের ওপর আক্রমণ করছে। আমরা বলতে চাই, এটি বন্ধ করুন। আওয়ামী লীগের মত ফ্যাসিস্ট হইয়েন না। তাহলে জনগণ আপনাদের সাথেও আওয়ামী লীগের মতোই আচরণ করবে।
জেলা জামায়াতের আমির সভাপতির বক্তব্যে বলেন, দেশের মানুষ যেনতেন কোন নির্বাচন মেনে নিবে না। প্রশাসনকে বলবো নিরপেক্ষ আচরণ করুন। কোন দলের প্রতি আনুগত্য দেখাবেন না। এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।