DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

রাজশাহীতে জামায়াতের ওলামা-ইয়াতিম সমাবেশ

দেশ ও জাতির কল্যাণে আলেমদের ভূমিকা থাকতে হবে: ড. কেরামত আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তিনি নতুন বাংলাদেশকে ক্ষুধা, দরিদ্র ও বৈষম্যমুক্ত করে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভুমিকা পালন করারও আহ্বান জানান।

রাজশাহী ব্যুরো
Printed Edition
Rajshahi BJI Pic 09.03.2025
রাজশাহী: জামায়াতের ওলামা সমাবেশ বক্তব্য দিচ্ছেন রাজশাহী মহানগরী আমীর ড. কেরামত আলী -সংগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। তিনি নতুন বাংলাদেশকে ক্ষুধা, দরিদ্র ও বৈষম্যমুক্ত করে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভুমিকা পালন করারও আহ্বান জানান।

গতকাল রোববার জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর একটি মিলনায়তনে আলেম ওলামা ও ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যক্ষ সিদ্দিক হোসাইন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক প্রফেসর ড. সেতাউর রহমান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য সারওয়ার জাহান প্রিন্স, কামরুজ্জামান সোহেল, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, বিশিষ্ট আলেম মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।

ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশ, জাতি ও ইসলামের কল্যাণে দেশের আলেম সমাজকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। দ্বীন হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। দেশে দ্বীনের শিক্ষা যত সম্প্রসারিত হবে, ততই সমাজ আলোকিত হয়ে উঠবে। আর দ্বীনের শিক্ষা সংকুচিত হলে নেমে আসবে অন্ধকার। যার প্রমাণ হচ্ছে পতিত আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের অপশাসন বা দুঃশাসন। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও নানা ধর্মের মানুষের বসবাস। মানুষ হিসেবে সকলের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশকে ক্ষুধা, দরিদ্র ও বৈষম্যমুক্ত করে গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কার্যকর ভুমিকা পালন করতে হবে। প্রধান আলোচক প্রফেসর আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র মাহে রমজান মাগফেরাত ও গুনাহ মাফের মাস। মূলত, সিয়াম মানুষের গুনাহ পুড়িয়ে ছাই করে দেয়। তাই আমাদের প্রত্যেককে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য রমযান মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালন করতে হবে।