“দাঁড়িপাল্লা মার্কার বিজয় চাইলে ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে। কাপাসিয়ার নারীরাই এবার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে”—গণসংযোগের আহ্বান জানিয়ে এ কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কাপাসিয়া উপজেলার অত্যাধুনিক মডিউল কনভেনশন সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এ মহিলা কর্মী সম্মেলন।

সম্মেলনে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি আফিফা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি এবং ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ সদস্য ও তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্যানেল উস্তাদ সোহানা হক।

সম্মেলনের প্রধান বক্তা সালাহউদ্দিন আইউবী বলেন, “কাপাসিয়া বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। এই এলাকাকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে নারীদের অংশগ্রহণ সর্বস্তরে নিশ্চিত করতে হবে। নারীসমাজের সচেতনতা, শিক্ষা ও পরিশ্রমই এই অঞ্চলের উন্নয়নের মূল চালিকা শক্তি হতে পারে।”

তিনি বলেন, “আজ কাপাসিয়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির আগ্রাসনে ক্ষতবিক্ষত। এই অবস্থার পরিবর্তনে কাপাসিয়ার নারীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিতে হবে। দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষের দোরগোড়ায় আমাদের বার্তা পৌঁছে দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে।”

তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। এটি হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লড়াই। নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে এই অভিযানে শরিক হতে হবে।”

প্রধান অতিথি খোন্দকার আয়েশা খাতুন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়। নারী-পুরুষ সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি কল্যাণময় বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”

সম্মেলনে বক্তারা কাপাসিয়ার প্রতিটি ঘরে জামায়াতের ন্যায়ভিত্তিক নেতৃত্বের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।