বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে ঢাকা-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোবারক হোসাইনের সৌজন্যে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২১ জুন) এ কর্মসূচি পালন করা হয়।
মহানগরী উত্তরের মজলিসে শুরার অন্যতম সদস্য ও থানা আমীর মশিউর রহমান এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারী আনিসুর রহমান এর সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা_১৩ আসেনর সাংসদ পদপ্রার্থী জননেতা মোবারক হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর জোন টিমের সদস্য যথাক্রমে আব্দুল ওয়াজেদ কিরণ, শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সি, এস এম আব্দুল হান্নান৷ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুল হাদী, মাওলানা সিরাজুল ইসলাম, হাওলাদার আহমদ আলী ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনশক্তি পানি বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।