বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী বাজিতপুর উপজেলার পৌরসভা, দিঘিরপাড়, দিলালপুর, বলিয়ারদী ও পিরিজপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ সভায় অংশগ্রহণ করেন। তিনি দিঘিরপাড় বোর্ড বাজারে গণসংযোগ করে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শাহপুর ঋষিপাড়ায় পুরুষ ও মহিলাদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা আমীর বলিয়ারদী ইউনিয়নের শিমুলতলা গ্রামে গণসংযোগে অংশগ্রহণ করেন। অধ্যাপক মোঃ রমজান আলী দিলালপুর ইউনিয়নের আখড়ার বাজারে বিভিন্ন দোকানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মাগরিবের নামাজের পর তাতালচর মাসকান্দা মোড়ের বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় সাধারণ সভায় যোগদান করেন। তিনি সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান। অধ্যাপক মোঃ রমজান আলী রাতে পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়ায় গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন। তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে জনমত তৈরির জন্য কাজ উদাত্ত আহ্বান জানান। উল্লিখিত স্থানে গণসংযোগের সময় তার সঙ্গে ছিলেন উপজেলা আমীর ডাঃ ইয়াকুত আলী, উপজেলা নায়েবে আমীর ফারুক আহমেদ, দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ নুর মিয়া, গাজিরচর ইউনিয়ন সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সেক্রেটারি মীর্জা তাজুল ইসলাম লিংকন, ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
রাজনীতি
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীরের ব্যাপক গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী বাজিতপুর উপজেলার পৌরসভা,