গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ জুলুম, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। তিনি বলেন, ইসলামভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের জান-মালের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার সকালে এক নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ইউনিয়ন জামায়াতের আমীর মো. আব্দুল মতিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। জনসভায় আরো বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান এবং গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মো. নুমায়ুন আলী। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়াতে হবে। এ সময় তিনি উপস্থিত জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বিনীত আহ্বান জানান। জনসভায় বিভিন্ন পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।