বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীকে কল্যাণমূলক কাজ থেকে দূরে রাখার জন্য নানা প্রকার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে ডা. এসএম খালিদুজ্জামান।
আজ বুধবার (২১ মে) রাজধানীর শাহজাদপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধনে এ কথা বলেন ঢাকা ১৭ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এ সংসদ সদস্য প্রার্থী।
এসময় তিনি বলেন, ঢাকার যানজট মুক্ত রাখতে কাজ করছে জামায়াতে ইসলামী। ৫ই আগস্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র সংস্কার এবং গঠনমূলক কি কি কাজ করা যায় সেটি নিয়ে কাজ করে যাচ্ছে। ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট। এটি নিরসনে নানাবিধ পরিকল্পনা রয়েছে। শাহজাদপুর বাস স্ট্যান্ডে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হওয়ার কথা থাকলেও সেটি আজও বাস্তবায়ন হয়নি। আর এই কারণ এপার থেকে ওপার পথচারীরা চলন্ত বাস থামিয়ে রাস্তা পারাপার হতে হয়। এতে যেমন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে সেই সাথে পথচারীরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি শাহজাদপুর বাসস্ট্যান্ড এর ফুটওবার ব্রিজ যেন অতি তাড়াতাড়ি নির্মাণ হয়।
মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।