কসবা উপজেলা নির্বাচনী কমিটির বিশেষ সভা গতকাল মঙ্গলবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী,কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাচন কমিটির সভাপতি পীরজাদা শিবলী নোমানীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাফেজ নুরুল আমিন, উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, সাবেক কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন সরকারসহ পরিচালনা কমিটির সদস্য।

বৈঠকে কসবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এতে সাম্প্রতিক সময়ে কায়েমপুরে এনসিপি নেতা তানভির ইসলাম শাহীন, কসবা পৌরসভায় কন্ট্রাক্টর বজলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ইদানীং কসবায় মাদককারবারী, চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে।তাদের কারণে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

যা কারো জন্যই কাম্য নয়।থানা প্রশাসনকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন,না হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।নেতৃবৃন্দ দায়ীদের অবিলম্বে আটক করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।