জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নুর হোসেনকে দেখতে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর শুলকবহর এলাকায় নুর হোসেনের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তারা আহত নুর হোসেনসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনে মনোনীত প্রার্থী ডা. এ. কে এম ফজলুল হক ও চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার। উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, চকবাজার থানা সেক্রেটারি সা’দুর রশিদ চৌধুরী, পাঁচলাইশ থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি তাওহিদ আজাদ, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের সেক্রেটারি এরশাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাদের ত্যাগ- কুরবানির বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। শহীদ ও আহতদের পরিবারের পাশে সরকার দাঁড়ানোর ঘোষণা দিলেও সকল আহত ও পঙ্গত্ববরণকারীরা এখনো পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পায়নি। তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।
দায়িত্বশীল সমাবেশ
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, সমাজসেক ও চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ডা. এ. কে. এম ফজলুল হকের সমর্থনে কোতোয়ালী থানার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের দেওয়ানবাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা জামায়াতের আমীর- আমির হোছাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম-৯ আসনের পরিচালক ফয়সাল মোহাম্মদ ইউনুস ও বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনে মনোনীত প্রার্থী ডা. এ. কে এম ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন শুধু নির্বাচন নয়; বিপ্লব পরবর্তী জনআকাক্সক্ষার প্রতিফলনের মহাসুযোগ। ফ্যাসিস্টদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জনগণের কল্যাণ নিশ্চিত করতে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের মুখে হাসি ফোটানো, জীবনমান উন্নতকরণ ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত কাক্সিক্ষত ভূমিকা পালন করবে। সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে জামায়াত জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা নায়েবে আমীর আহমদ রশীদ আমু, সেক্রেটারি মোস্তাক আহমদ, পাঁচলাইশ থানা সহকারী সেক্রেটারি তৌহিদুল আজাদ, সহকারী সেক্রেটারি আ. ন. ম. জোবায়ের, শ্রমিক কল্যাণ কোতোয়ালী থানা সভাপতি হামিদুল ইসলাম প্রমুখ। দায়িত্বশীল সমাবেশে থানা কর্মপরিষদের সদস্য, ওয়ার্ড আমীর, সেক্রেটারি এবং সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি এবং ভোটকেন্দ্রের পরিচালক ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন।