বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সৎ সন্তান তৈরির জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এজন্য শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিহার্য।
রাজশাহীর তানোর নরিয়াল দারুল হাদিস ইসলামিয়া দাখিল মাদরাসা উদ্যোগে শনিবার আয়োজিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ্, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, মাওলানা সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সন্তান আল্লাহ তায়ালার দেয়া বিশেষ নিয়ামত। তাই এ সন্তান যদি হয় আদর্শ এবং সৎচরিত্রের অধিকারী তবে তা হবে পিতা-মাতার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের মাধ্যম। আর যদি সন্তান হয় অসৎচরিত্রের অধিকারী তাহলে এটি হবে অস্বস্তি ও অকল্যাণের। রাসুলুল্লাহ (স.) থেকে বর্ণনা পাওয়া যায়, সৎ সন্তান হলো সাদাকাতুল যারিয়ার মতো। মৃত্যুর পরও তাদের থেকে সওয়াব কবরে পৌঁছে থাকে। সুতরাং সৎ সন্তান গঠনের জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, সৎ আদর্শবান ও সুশিক্ষায় শিক্ষিত সন্তান গড়ে তুলতে হলে একটি দ্বীনি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাদরাসা প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে কোরআন হাদিসসহ জাগতিক সকল বিষয়ে পড়ালেখা করার মাধ্যমে দুনিয়ার জ্ঞান-বিজ্ঞানের সাথে সাথে আল্লাহর কুরআন ও রাসুলের (স.) হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে শিশু কিশোররা নৈতিকভাবে আদর্শবান হিসাবে গড়ে ওঠে। তিনি এই এলাকার দীনি প্রতিষ্ঠানগুলোর উন্নতি ও সমৃদ্ধির জন্য তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। পরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।