বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট জনআকাক্সক্ষার পরিপন্থি, যা অর্থহীন। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। অন্যতায় দেশপ্রেমিক জনগণ তাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে রাজপথে জনগণ নামতে বাধ্য হবে। তখন কেউ দমাতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার বড় মহেশখালী নতুন বাজার গণসংযোগ কালে সরকারের উদ্দেশ্যে তিনি এ কথাগুলো বলেন। বড় মহেশখালী নতুন বাজার গণসংযোগকালে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের গণভোটের আয়োজন মানে জুলাই সনদের প্রতি অসম্মান দেখানো। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন অর্থহীন হয়ে পড়বে। ফলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা বলা কঠিন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত কে গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দীন, মাষ্টার আব্দুল মাজেদ, সাবেক ছাত্র নেতা আব্দুল মোতালেবসহ শত শত নেতা কর্মী ও সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।