বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ওলামা-মাশায়েখগণ আল্লাহ তায়ালার দান করা বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁদের দায়িত্ব কেবল মসজিদ, মাদরাসা ও খানকার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে আলেম সমাজকে রাজনীতি সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। দুর্নীতি ও অনাচার ঠেকাতে ওলামাদেরই হতে হবে সমাজের ইমাম। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে

গতকাল শনিবার সকালে জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে এরাবিয়ান কনভেনশন সেন্টারে আয়োজিত ওলামা-মশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ওলামা-মশায়েখ বিভাগের দায়িত্বশীল মাওলানা আবু আহমদ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, দেশের আলেম-ওলামাদের একটি মহল সবসময় মসজিদ-মাদরাসায় সীমাবদ্ধ রাখতে চায়। কিন্তু ইসলামকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছাতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত ইসলামী আট দলীয় জোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছে—যেখানে লক্ষ্য ব্যক্তিপূজা নয়, বরং ইসলামকেই ক্ষমতায় প্রতিষ্ঠিত করা।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, দক্ষিণ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা হামিদ উদ্দিন আজাদ, পৌর জামায়াতের সাবেক আমীর ওয়াজেদ আলী এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

ওলামা-মশায়েখদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-মাওলানা আজিজুল হক, অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ কাদেরী, মাওলানা তারেক হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল নোমান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মুহাম্মদ ইবরাহীম, মাওলানা রেজাউল করিম, মাওলানা কফিল উদ্দিন প্রমুখ।

অধ্যাপক জাফর সাদেক বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে আলেম সমাজ কঠোর নির্যাতনের মুখে পড়েছিলেন। ৩৬ জুলাই আন্দোলনের মাধ্যমে সেই নির্যাতনের অবসান হয়েছে। জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জামায়াত কেবল রাজনৈতিক দল নয়; এটি জীবনের পথের দিশারী। আলেম সমাজ জাতির শ্রেষ্ঠ সম্পদ- তাঁদের দায়িত্ব আল্লাহ তায়ালা বিশেষভাবে অর্পণ করেছেন।