বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন অর্থনৈতিক মডেল চালু করতে হবে বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার দুপুরে গুলশানের একটি হোটেলে দুইদিন ব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক পরিকল্পনা আগামী দিনের তাতে একটা নতুন অর্থনৈতিক ভিশন থাকতে হবে, নিউ ইকোনমিক মডেলে যেতে হবে। যে মডেল ইকোনমি চলেছে সেই মডেলে আপনার বেশি এগুনোর কোনো সুযোগ নাই। দিস মডেল ওয়ার্ক ফর অন দা সাকসেন অব দা পিপল। বিগত দিনের ইকোনমি মডেল একটা সেকসন একটা গোষ্ঠির জন্য কাজ করেছে। আমরা এগুতে পারব না, সাধারণ মানুষের জন্য এটা কাজ করেনি। সো উই হেভ টু মেক সিইউর দা ইকোনমি ওয়ার্ক ফর অল, সবার জন্য অর্থনীতি চালু করতে হবে।

আমীর খসরু বলেন, আপনি দেশের উন্নয়ন করে যদি দেশের সবার অংশগ্রহন না থাকে, সবার যদি শেয়ার না থাকে, তার যদি বেনিফিট না হয় তা হলে সেই মডেলে অবশ্যই ডিফেক্ট আছে। সেজন্যই আমরা (বিএনপি) বলেছি যে, ডেমোক্রেজাইশন অব ইকোনমিৃ এটা শ্লোগান নয়। এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুযোগ থাকতে হবে।

এই অনুষ্ঠানের আয়োজক বেসরকারি প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভিশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশন।

আমীর খসরু বলেন, এনবিআরকে সরকার দুইভাগ করেছে এতে কী লাভ হয়েছে? লাভ হবে না। কারণ এনবিআর দুই ভাগ করেছেন.. এখানেও ব্যুরোক্রেট আছেন, ওখানেও ব্যুরেক্রেট আছেন। ওরা কী বাংলাদেশের মানুষের দৈনিন্দিন জীবনের যে সমস্যাগুলো আছে.. ওদের হিসাবের মধ্যে এটা আছে? তিনি বলেন, ওদের পলিসিতে কী আছে? বাংলাদেশের মানুষের কীভাবে আয় করে, কীভাবে ব্যয় করে, ব্যবসায়ীরা কীভাবে আয় করে, কীভাবে ব্যয় করে এবং একেকটা ব্যবসার পেছনে কী শ্রম যায়, একেকটা ব্যবসা পরিচালনায় তার কতগুলো সমস্যার সমাধান করতে হয় এবং তার সারপ্লাস ইনকাম কোথায় যায় ..? এসব বিষয়গুলো বিবেচনায় আনতে হয়। ট্যাক্স পলিসি যারা করবে এসব বিষয়গুলো তাদের মাথায় থাকতে হবে।

দেশের নীতি নির্ধারণের আমলাতন্ত্রকে সম্পৃক্ত না করার পক্ষে যুক্তি তুলে ধরে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই। বরং আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে। সরকার পরিচালনার সব ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। সেই সঙ্গে নীতিনির্ধারণের দায়িত্ব আমলাতন্ত্র নয়, নীতিনির্ধারকদের হাতেই দিতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠান ভয়েস ফর রিফর্ম, ব্রেইন, ইনোভিশন কনসাল্টিং, ফিনটেক সোসাইটি ও নাগরিক কোয়ালিশনের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী ইকোনমিক সামিট-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রাশেদ আল মামুদ তিতুমীর, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মনজুর হোসেন, বিএনপির মাহাদী আমিন, ইসরাফিল খসরু, জামায়াত ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র নকিবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, হিসাববিদ ন্নেহাশীষ বড়ুয়া, কাউন্টারপার্টের নির্বাহী সম্পাদক জ্যোতি রহমান, চালডালের সিইও ওয়াসিম আলিম প্রমূখ বক্তব্য রাখেন।