জামালপুর সংবাদদাতা : সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী পৌর শাখায় কর্মী ও সুূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১লা ফেব্রুয়ারী '২৫ সরিষাবাড়ী পৌরসভা চত্বরে পৌর আমীর গোলাম রব্বানীর সভাপতিত্বে সেক্রেটারি আহম্মদ আলীর সঞ্চালনায় দুপুর ২টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হানিফ উদ্দিন। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।

বাংলাদেশ জামায়াতে ইসলামি বরিশাল মহানগর মজলিসে শূরা ২০২৫ খ্রি: প্রথম অধিবেশন বরিশাল মহানগরীর অফিস কক্ষে সকাল নয়টায় শুরু হয়। মজলিসের শূরার বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মাওলানা আব্দুস সামাদ। মজলিসে শূরা অধিবেশনে ২০২৪ খ্রিস্টঃ বার্ষিক রিপোর্ট পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পীরগাছা (রংপুর) : রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে পীরগাছা সরকারি কলেজ হলরুমে শিক্ষা শিবিরের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের ইসলামীর আমীর বজলুর রশিদ মুকুল।

উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক মোত্তালিব হোসাইন, রংপুর জেলা সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাক আহম্মেদ।

মাগুরা : মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার সকালে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।