পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থীদের মধ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। সম্প্রতি খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আইয়ুব বিন মূসার বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মাওলানা আইয়ুব বিন মূসা বলেন, এবারের নির্বাচনে হকপন্থী তথা ইসলামপন্থীদের একটি ভোটের বাক্স থাকবে। তিনি বলেন, জোটের শক্তিশালী এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে খেলাফত মজলিস দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সর্বশক্তি দিয়ে কাজ করবে। ইনশাআল্লাহ।
সভায় পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামপন্থী জোট আল্লাহর রহমতে অপ্রতিরোধ্য। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফলের মানুষ ইসলামের পক্ষে অবস্থান নেবে। ইনশাআল্লাহ। তিনি খেলাফত মজলিসের নেতা মাওলানা আইয়ুব বিন মূসাকে একজন গুণী আলেম হিসেবে উল্লেখ করে তার সঙ্গে কাজ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। একই সঙ্গে ইসলামপন্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।
সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, বাউফল উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা, সহ-সভাপতি নুরুল আমিন আজাদী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুল রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা নূরে আলম, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ সানাউল্লাহ এবং বাউফল পৌর সভাপতি।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমীর মাওলানা ইসাহাক মিয়া, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাহমুদউল্লাহ, জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর, উপজেলা সভাপতি লিমন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।