কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারুণ্যের ভাবনা ও আকাক্সক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কলারোয়া উপজেলা জামায়াতের উদ্যোগে সিংহলাল মাদরাসার হলরুমে নির্বাচন উপলক্ষে সোশ্যাল এক্টিভিস্ট ফোরাম আয়োজিত তালা -কলারোয়ার তারুণ্যের ভাবনা ও আকাক্সক্ষা শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা আসাদুজ্জামান ফারুকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত তারুণ্যের ভাবনা ও আকাক্সক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -১(তালা -কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মাওলানা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাতক্ষীরা -১( তালা -কলারোয়া) আসনের নির্বাচনি পারিচালক মাওলানা ওসমান গনি, সাতক্ষীরা জেলা জামায়াতের নির্বাচনি পরিচালক নায়েবে আমীর মাহমুদুল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বিশিষ্ট ব্যাংকার মোঃ জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান মাষ্টার শওকত আলী, যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুলবুল প্রমুখ।