দেশব্যাপী সাহিত্য ও গীতি আলেখ্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ সাহিত্য সংস্কৃতি বিভাগ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ সাহিত্য সংস্কৃতি বিভাগের আয়োজনে বুধবার (১ মে) হয়ে গেলো সাহিত্য ও গীতি আলেখ্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চমৎকার আয়োজন পরিবেশন করে দলটির শিল্পীরা ও একইসাথে লেখা পাঠ করেন লেখিকা সদস্যরা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক, বিভাগীয় দায়িত্বশীলা নাজমুন নাহার নীলু বলেন, প্রতিভাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন ব্যক্তিগত চেষ্টার পাশাপাশি সামগ্রিক চেষ্টা করা। বাংলাদেশ জামায়তে ইসলামীর সাহিত্য সংস্কৃতি বিভাগ সেই কাজ করে যাচ্ছে। আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলায় কন্ঠ লেখনী ও সাহিত্য হতে পারে অন্যতম মাধ্যম।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন সাহিত্য সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনাচনের প্রতিফলন। জীবনে চলার পথে সংগ্রামে লেখনি হতে পারে শক্তিশালী হাতিয়ার। বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে আমাদের সুস্থ সংস্কৃতি বিকাশে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, আইন ও মানবসম্পদ বিভাগীয় সম্পাদিকা সাবিকুন্নাহার মুন্নী, সাংবাদিক কামরুন্নেসা মাকসুদা, বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার নীরু ও কবি নাজমা ফেরদৌসী।

অনুষ্ঠানে পুরষ্কার প্রাপ্তরা তাদের লেখা পাঠ করেন এবং সাংস্কৃতিক পরিবেশনা করেন।