বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘দেশকে চাঁদাবাজি, জুলুমবাজি ও মাদক মুক্ত করতে হলে, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন এর বিকল্প নেই।’ জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আল্লাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চায় । এ দেশে আইনের শাসন করতে হলে জামায়াত ইসলামী ছাড়া অন্য কারো দ্বারা আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আমাদের সমাজে যে চাঁদাবাজ রয়েছে তাদের চাঁদাবাজী বন্ধ করা হবে। এছাড়া আমাদের ছাত্র সমাজ নেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া অনেক বেকার যুবক রয়েছে এদের জন্য কোন কার্যকর পদক্ষেপ নেই। আমরা বেকার যুবকদের কর্মের হাতে রূপান্তরিত করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। বিগত সরকারের সীমাহীন দুর্নীতি, বিচারহীনতা ও জনগণের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে খুলনা-৬ আসনের কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সাথে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, মহেশ্বরীপুর ইউনিয়নের আমীর আবু সাঈদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল্লাহ, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি গাজী মফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল হাই সরদার, বায়তুলমাল সেক্রেটারি মহাসিন রেজা, ১নং ইউনিট সভাপতি জিএম আইয়ুব আলী, ২নং ইউনিট সভাপতি আব্দুল লতিফ, সহযোগী সদস্য বিধান মন্ডল, পলাশ সরকার, বিদ্যুৎ কুমার ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।