বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক রাসিক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী দিনে শহীদ জিয়ার সৈনিকরা আল্লাহ ছাড়া বিদেশি কোনো দখলদার শক্তির কাছে মাথা নত করবে না। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক কারো কাছে কোনদিন আমরা মাথা নত করিনি আগামী দিনেও করবো না।

সোমবার রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু¯’তা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সু¯’তা কামনা করছি। আগামী দিনে শহীদ জিয়ার সৈনিকরা হাসি মুখে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সু¯’তা কামনায় বিশেষ দোয়া করা হয়।