দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বাংলাদেশের রাজনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনীতির কথা আলোচনা করতে গেলে আমাদের হৃদয়ে ব্যথা সঞ্চিত হবে, আমাদের চোখে পানি চলে আসবে। রাজনীতি শব্দের মানে তো নীতির রাজা। সে রাজনীতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাজনীতি আজ কালো অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশে। কালো মেঘ যেমন গ্রাস করে সেরকম রাজনীতির কালো অধ্যায় আমাদেরকে গ্রাস করে ফেলেছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হবেন পরোপকারী, ভদ্র, উচ্চশিক্ষিত, মার্জিত, নম্র, বিনয়ী, দূর্ভাগ্যজনকভাবে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভিতরে এই গুণ লক্ষ্য করতে পারছিনা। ৫ আগষ্টের পর হিন্দুরা ভেবেছিলো দেশে আমাদের বসবাস করা সম্ভব হবেনা পূজা উদযাপন করতে পারবো না কিন্তু আমরা আশ্চর্য হলাম এবং দেখতে পেলাম জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির, মাদ্রাসার ছাত্র-শিক্ষক মসজিদের ইমাম বিভিন্ন ধর্মীয় ব্যক্তি হিন্দুদের পূজা মন্ডপ, বাড়িঘর পাহারা দিয়েছে।
তিনি আরো বলেন, জামায়াত ইসলামী একটি মজলুম রাজনৈতিক দল। আমাদের উপর যে জুলুম নির্যাতন চালানো হয়েছে সে কথা আপনারা সবাই জানেন। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, তিনি শুধু দলীয় কোন ব্যক্তি নন বরং তিনি সারা দুনিয়ার সম্পদ, মুসলমানদের সম্পদ ছিলেন। তারমত ব্যক্তিকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। আমরা মজলুম সংগঠন, আপনারা আমাদের সাথে থাকেন আর দেখেন জামায়াতে ইসলামীর আচারণ ও ব্যবহার। জামায়াত আগামী দিনে দেশ পরিচালনায় আপনাদের সহযোগিতা ও সহানুভুতি কামনা করে। এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করার জন্য প্রয়োজন হলো সোনার মানুষ। আমরা মানবতার পাশে দাঁড়িয়ে সকল অভাবি, বঞ্চিত, দূর্ভাগ্য জনতার সৌভাগ্যের কপাল খুলে দেওয়ার জন্য ভুমিকা রেখেছি। আমরা একটি আদর্শ শিক্ষানীতি প্রয়োগ, সুশিক্ষিত নাগরিক, যোগ্য নেতৃত্ব করতে চাই। এদেশে খেটে খাওয়া দিনমজুরদের পাশে থেকে তাদের মুখে হাঁসি ফুটাতে চাই। আমরা কোটি কোটি যুবকদেরকে বেকারত্ব দূর করে দিয়ে তাদের হাতে সঠিক কাজ তুলে দিয়ে দেশের যোগ্য নাগরিক হিসাবে তৈরি করে তুলতে চাই। আমরা একটি সুন্দর সমাজ ,সুন্দর দেশ গঠতে চাই। বাংলাদেশের যে পানি সম্পদ ,খনিজ সম্পদ, মৎস সম্পদ আল্লাহ তায়ালা আমাদেরকে দিয়েছে এই সম্পদ যদি আমরা ভালো মানুষের হাত দিয়ে কাজে লাগাতে পারি তাহলে আমাদের বিদেশের কাছে ভিক্ষা জন্য ঘুরতে হবে না।
গত বৃহস্পতিবার বিকাল ৩টায় ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বড়শান্তা বাজারে নির্বাচনী পথসভায় পারুলিয়ায় ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান হাবিবুর রহমান, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।