চট্টগ্রাম মহনগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এ ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের স্বপ্ন পূরণে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো ঐচ্ছিক কোন বিষয়টি নয়; বরং প্রত্যেক মুমিনের ওপরই ফরজ করে দেওয়া হয়েছে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে ময়দানে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, ইসলামী আন্দোলন করা যেমনি ফরজ ইসলামী সংগঠনে নির্ভেজাল আনুগত্য করাও তেমনি ঈমানের অপরিহার্য দাবি। শরীরে জীবনীশক্তি না থাকলে মানুষ যেমন গতিশীলতা হারিয়ে ফেলে তেমনি আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব না থাকলে সংগঠনের গতিশীলতা স্তিমিত হয়ে যায়। সংগঠনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি হয়। সাংগঠনিক সুস্থতা, সংশোধন, গতিশীলতা ও সুন্দর পরিবেশের জন্য আনুগত্য, পরামর্শ ও ইহতেসাব গুরুত্বপূর্ণ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। দারসুল কুরআন পেশ করেন চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈল। আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যাপক জসীম উদ্দীন।

উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী ও মো. ওমর গণি, ৫ নম্বর মোহরা ওয়ার্ড আমীর মো. ওমর ফারুক, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড আমীর মো. আব্দুল জব্বার, চান্দগাঁও থানা শূরা ও কর্মপরিষদ সদস্য গাজী মো. ইসমাঈল, আব্দুল কাদের পাটোয়ারী, ড. জাকির হোসাইন হাওলাদার, হাফেজ আব্দুল আজিজ মো. শোয়াইব, নুরুল মোস্তফা হেলালী, অধ্যাপক মো. ইসমাঈল প্রমুখ।

হাসপাতালে ছুটে গেলেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর : বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার রুকন ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ কুতুবউদ্দিনকে দেখতে হাসপাতালে ছুটে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের ক্যান্সার ইউনিটে গিয়ে তার জন্য দোয়া করেন তিনি। জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন মাওলানা মুহাম্মদ কুতুবউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, আমীর হোছাইন হামেদ হাসান ইলাহী প্রমুখ।