জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি তাকওয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে শান্তি শৃঙ্খলা সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা জামায়াত আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন আরো বলেন, তাকওয়া বা আল্লাহ ভীতি যে সমাজের মানুষের অন্তরে থাকে না সেই সমাজে কখনোই অন্যায় দুরিভুত হয় না। মাহে রমজান হল তাকওয়া অর্জনের মাস। রমজানের এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিটি মুসলিমের উচিত নিজেকে একজন খাঁটি মুত্তাকী হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। রুহিয়া থানা আমির আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।