আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবর পাওয়ার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন ছাত্র-জনতা। মুহূর্তেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত। অনেকেই খুশিতে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ সেজদায় লুটিয়ে পড়েন।
শনিবার (১০ মে) রাত ১১টার দিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খবর আসার সাথে সাথেই এসব দৃশ্য দেখা যায় আন্দোলনকারীদের মাঝে। এসময় পানি ছিটিয়ে, হাত তালি আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।
সেজদা থেকে উঠে একজন বলেন, ‘আজ আনন্দের দিন, ঈদের দিন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এ আনন্দ আমাদের সবার ‘
আরেকজন বলেন, ‘বিনা কারণে এ দলটি হাজার হাজার নিরীহ মানুষ খুন করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। লাখো মানুষকে বিনা দোষে জেলে দিয়েছে, প্রশাসনকে দলীয়করণ করে এসব করেছে। আজ থেকে আমরা এ নাম শুনতে চাই না।’ একই কথা বলেন সোলাইমান, আনাস, তরিকুল, জয়নালসহ আরও অনেকে।
পরে আনন্দ মিছিল বের হয়। শাহবাগ মোড় থেকে এ আনন্দ মিছিলে ব্যাপক শোডাউনসহ অংশ নেন হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা।