কুমিল্লায় শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ কোর্টের সাবেক সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে নগরীর দক্ষিণ চর্থা এলাকার তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।