শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নারীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা- ১৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।
আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্ট ধানমন্ডিতে ওয়েস্ট ধানমন্ডি ইউসেফ হাই স্কুল (বালক- বালিকা) শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি জাতিকে বদলে দেওয়ার শক্তি শিক্ষকদের হাতেই নিহিত। আপনারাই আলোর পথ দেখান, তাই আপনাদের সম্মান, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা আমাদের প্রথম কর্তব্য।
মোহাম্মদপুর থানা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা মোঃ আবু নাঈমের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বিভিন্ন প্রশ্নের উত্তরে মোঃ মোবারক হোসাইন বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই- যেখানে থাকবে এই সমাজের নারীদের ইজ্জত-আব্রুর সুরক্ষা ও সর্বোচ্চ নিরাপত্তা । প্রতিষ্ঠিত করা হবে রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার।
শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি আরও বলেন, শিক্ষা হবে সকলের মৌলিক অধিকার—শিশু থেকে যুবক, প্রত্যেকেই সুযোগ পাবে মানসম্মত বিদ্যার্জনের। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে, যেন কেউ অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। নারীদের সুরক্ষা, মর্যাদা ও ক্ষমতায়নকে তিনি জাতির অগ্রযাত্রার কেন্দ্রে স্থাপন করেন।
সাক্ষাৎকালে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা তার এই মানবিক ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়ে বলেন— এটাই নতুন প্রজন্মের স্বপ্ন, এটাই সত্যিকারের উন্নয়নের পথ। এই অঙ্গীকারই গড়ে তুলবে নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক এক নতুন বাংলাদেশ।
বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের নির্বাচন পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাঁকন, জামায়াত নেতা মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।