বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, জামার্নী রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। গতকাল শুক্রবার তারা পৃথকভাবে এ সাক্ষাৎ করেন।

গতকাল বিকেল সোয়া চারটার দিকে পাকিস্তানি হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে। সাক্ষাতে খালেদা জিয়ার জানাযায় পাকিস্তানের স্পিকারের আগমনে ধন্যবাদ জানান তারেক রহমান।

এছাড়া তারেক রহমানের সাথে আলাদা আলাদাভাবে সাক্ষাৎ করেছেন জামার্নী রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। গতকাল সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কারযালয়ে প্রথমে জার্মানির রাষ্ট্রদূত এবং পরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এই সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।