বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন এক আবেগঘন বক্তব্যে বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে আমরা একটি মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারব ইনশাআল্লাহ।” তিনি বিশ্বাস করেন, ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ন্যায়, সমতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা রয়েছে। তার মতে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, অবিচার ও বৈষম্য চিরতরে বিদায় নেবে এবং মানুষের জীবনে ফিরবে শান্তি, কল্যাণ ও সৌহার্দ্য। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই তার রাজনীতির মূল লক্ষ্য। মোবারক হোসাইন অঙ্গীকার করেন, তিনি সর্বদা জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার সেবা করে যাবেন ইনশাআল্লাহ।

গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানা পশ্চিমের আয়োজনে- কাটাসুর এলাকায় অবস্থিত, বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের রাষ্ট্রে ইসলামী শাসনব্যবস্থা না থাকার কারণেই দুর্নীতি, চাঁদাবাজি ও নানা অপরাধ সমাজে ছড়িয়ে পড়েছে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তবে এই ভঙ্গুর সমাজ একটি মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। তার বিশ্বাস, ইসলামি শাসনব্যবস্থাই পারে ন্যায়, সমতা ও শান্তি ফিরিয়ে আনতে। জনগণের কল্যাণ ও মানবতার সেবাকে তিনি নিজের অঙ্গীকার হিসেবে ঘোষণা করেন।

মতবিনিময় সভা চলাকালে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের প্রতিটি সমস্যা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।

মোহাম্মদপুর থানা পশ্চিমের আমীর মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন যুব বিভাগের পরিচালক মো সাইফুর রহমান সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।