বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে কারখানা মালিকদের। এটা শ্রমিকদের পাওনা, তাদের হক।

আজ বুধবার (২৬ মার্চ) জামায়াতে ইসলামী পল্টন থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।

পল্টন থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পল্টন থানা সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, থানা প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মাদ আল-আমীন রাসেল, ছাত্রশিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল হাশেম লিটন, আনোয়ার হোসেন প্রমূখ।