বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র চর্চার জন্য জামায়াতে ইসলামের আভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিকে অনুসরণ করতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি গতকাল শুক্রবার নগরীর টাউন হলে আমিরে জামাত নির্বাচন উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, এই দলের সদস্যগন প্রত্যক্ষ ভোট দিয়ে গঠনতন্ত্রে নির্ধারিত সময়ের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা ব্যতীত আমীর নির্বাচন করে আসছে। এই ধরনের শৃঙ্খলতে একটি দল রাষ্ট্র ক্ষমতা আসলে দেশের সামগ্রিক পরিবর্তন আনতে বেশি সময় লাগবে না,জনগণ জামায়াত ইসলামীকে নিয়ে আশায় বুক বাধতে শুরু করেছে।
সভাপতির বক্তব্যে মহানগর আমীর অধ্যক্ষ বাবর বলেন, জামায়াতে ইসলামী সুসময় দুঃসময় সকল অবস্থাতেই সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিচালন করে থাকে, যার বাস্তব প্রমান নানাবিধ নির্বাচনী ব্যাস্ততার মধ্যেই ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আমীরে জামায়াত নির্বাচন হচ্ছে। আমরা নতুন আমীরে জামায়াতে নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ্।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, আব্দুস সত্তার,মুহাম্মাদ জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কোতোয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবি বিভাগ সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ প্রমুখ নেতৃবৃন্দ।