১০ জোটের নির্বাচনী জনসভায় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় চিনিকল মাঠে নেতাকর্মীদের ঢল নেমেছে। এরই মধ্যে সমাবেশস্থল ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দলীয় কর্মীসমর্থকরা জেলার ৫টি উপজেলা থেকে আসতে থাকেন। তবে জনস্রোত শুরু হয় ৯টার পর থেকে। ১১টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য রাখবেন। এটি ঢাকার বাইরে তার প্রথম নির্বাচনি প্রচারণার জনসভা।

এর আগে, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই সফরের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

পঞ্চগড়ে দুটি আসনের মধ্যে ১ নম্বর আসনটি ১০ দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী সারজিস আলম শাপলা কলি এবং ২ নম্বর আসনটি জামায়াত মনোনীত প্রার্থী শফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি) দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে লড়ছেন।