জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আজ শুক্রবার বিকাল-২টায় ঐতিহাসিক লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়াবে আমির (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ নেতৃবৃন্দ।
এই সমাবেশ শুধু লালদীঘির ময়দানেই সীমাবদ্ধ থাকবে না। লালদীঘির ময়দান ছাড়িয়ে কোতোয়ালী মোড়, নিউ মার্কেট মোড়, রাইফেল ক্লাব, শহীদ মিনার, সিনেমা প্যালেস, লালদীঘির উত্তর পাড়, আন্দরকিল্লা মোড়, সিটি কর্পোরেশন চত্বর, শাহ আমানত মাজার ও আনসার ক্লাবসহ আশেপাশের বিশাল এলাকা লোকে লোকারণ্য হয়ে যাবে, ইনশাআল্লাহ।
সমাবেশ উপলক্ষ্যে ৩০০ হরণ মাইক, ১৩টি স্পটে এলইডি স্কীন ও প্রায় ২০০০ স্বেচ্ছাসেবক থাকবে, ইনশাআল্লাহ। সকাল ১০টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ময়দানে অনুষ্ঠিত হবে সালাতুল জুমাও। এরপর বিকাল ২টা থেকে শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম।
আজ লালদিঘী মাঠে ৮ দলের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও চট্টগ্রাম বাসির প্রতি আহ্বান জানান। ৮ দলের চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে উপরোক্ত আহ্বান জানান।
নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমীর মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোছাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির চট্টগ্রাম নগর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী ও ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি এডভোকেট আবদুল মোতালেব প্রমুখ।
মিরসরাই জামায়াতের র্যালি
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মিরসরাইয়ে প্রচার মিছিল করেছে পৌরসভা জামায়াত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের মিরসরাই পৌরসদরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল সমাবেশে জামায়াতের দায়িত্বশীলরা বলেন, জামায়াত ও ৮ দলের সর্বস্তরের জনশক্তি ছাড়াও চট্টগ্রামের অংশগ্রহণে উক্ত সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে এসকল কর্মসূচী অব্যাহত থাকবে।
মিছিল নেতৃত্বদেন মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামী আমীর শিহাব উদ্দিন। এসময় সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।