আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বাত্মক অভিযান জোরদারের দাবি জানিয়েছেন ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সড়কের দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা আবু তালিব বলেন, দীর্ঘদিন ধরে দেশে ভোটাধিকার হরণ ও নির্বাচনকেন্দ্রিক ভয়ভীতি তৈরি করা হয়েছে। তবে এবারের নির্বাচন ভিন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা চাই সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হোক এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারুক। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, অবৈধ অস্ত্রের কারণে বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ঘটছে। তাই নির্বাচনকে নিরাপদ ও উৎসবমুখর করতে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি।
নিজের অবস্থান স্পষ্ট করে জামায়াত প্রার্থী বলেন, জনগণ যাকেই নির্বাচিত করবে তিনি তাকে স্বাগত জানাবেন। আর জনগণ তাকে দায়িত্ব দিলে স্থানীয় সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন এবং ভুল ধরিয়ে দিলে তা সংশোধন করবেন।
তিনি আরও জানান, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে তিনি কাজ করতে চান। পাশাপাশি মোবারকগঞ্জ সুগার মিল পুনরুজ্জীবন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং বেকার ও প্রবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বলেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সাবেক উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, মিডিয়া সমন্বয়ক ইকবাল হোসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।