বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : দাওয়াতি সপ্তাহ পালনে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামীর দাওয়াতি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাঁশখালী উপজেলা ও পৌরসভা সদর এলাকায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করা হয়।

পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে জামায়াত মনোনীত প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বেনাপোল সংবাদদাতা : বেনাপোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়াড সভাপতি সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ২২শে এপ্রিল বেনাপোল পৌরসভার দূর্গাপুর সড়কের নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌরসভা শাখা আমীর আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক গোলাম রসুল, জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর।

বিশেষ মেহমান ছিলেন মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য মানুষ প্রস্তুত রয়েছে।

প্রতিদিনই বিভিন্ন পেশাজীবি সহ সাধারণ মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দের হাত ধরে দলে দলে যোগ দিচ্ছেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চন্ডিপাশা, বেতাগৈর, চরবেতাগৈর ও মোয়াজ্জেমপুর ইউনিয়নে গণসংযোগ শেষে জামায়াতে ইসলামী নান্দাইল শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মাও. নুরুল আমিন এই প্রতিবেদকের সাথে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নান্দাইল উপজেলার ১টি পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে সদস্য পদ নবায়ন ও সদস্য গ্রহণ সহ বাজারে বাজারে গণসংযোগ চলছে। নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী শামুদ্দিনের সভাপতিত্বে প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়ও চলছে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ-২০২৫। ২৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ লক্ষে গত ১১ এপ্রিল শুক্রবার থেকে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে প্রকাশ্যে গণ সংযোগ ও সদস্য সংগ্রহ করছে নেতাকর্মীরা। গত ১৭ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে চৌদ্দগ্রাম বাজারে দাওয়াতি বুথ করে সমর্থক ফরম বিলি ও সমর্থক সংগ্রহ করছে পৌর জামায়াত। ইসলামী সংগঠন জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ঠ হয়ে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সমর্থক ফরম পূরণ করেছে।

চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়তুশ শরফ রোডস্থ মিয়াজীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৩টি বাড়ি পরিদর্শন করেছেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবিরের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল আগুনে ভস্মিভূত বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর (ইমারত) মো. ছৈয়দ আলম, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাহমুদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মহান আল্লাহর দরবারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মানসিক সুস্থতা ও ধৈর্য কামনা করে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন।

সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রথমেই হিন্দুসহ অন্য ধর্মের নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরে আমরাই অন্য ধর্মের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিয়েছি। আমরা ক্ষমতায় গেলে তাদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

নালিতাবাড়ি, শেরপুর : কেন্দ্র ঘোষিত ১১ এপ্রিল দাওয়াতি গনসংযোগ পক্ষের শেষের দিকে মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলা ও পৌর শহরের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নকলা-নালিতাবাড়ি ১৪৪ সংসদীয় আসনের সংসদ পদপ্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি এর নেতৃত্বে নালিতাবাড়ি শহরের বিভিন্ন এলাকা ও ব্লকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে দাওয়াতি গণসংযোগ করা হয়। গণসংযোগে উপজেলার ডাক্তার, আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যাবসায়ী সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করা হয় এবং সকলের মাঝে জামায়াতে ইসলামির প্রচারপত্র বিলি করা হয়।

ভোলা : ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচি দাওয়াতী গণসংযোগ উপলক্ষে স্থানীয় নিজাম উদ্দিন স্কুল মাঠে এক গণসমাবেশর আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা ২নং ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় ২নং ইলিশা ইউনিয়ন আমীর মাওলানা সালাহ্উদ্দিন মিয়ার সভাপতিত্বে গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা তত্ত্বাবধায়ক এ কে এম ফখরুদ্দিন খান রাজী।