গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে সম্ভাব্য রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত শিক্ষাশিবির সেক্রেটারি গোলাম মুর্তজার পরিচালনায় এবং জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। দরস প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. আবুল হাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক। অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, জামায়াত একটি আদর্শিক সংগঠন। এ সংগঠনের সকল পর্যায়ে নৈতিক ও আদর্শবান কর্মী তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে। এর অংশ হিসেবে সংগঠন বাছাইকৃত কর্মীদের জ্ঞানকে অধিক সম্প্রসারণের জন্য শিক্ষা শিবির আয়োজন করে থাকে। তিনি আরো বলেন, জ্ঞানের রাজ্যে দেউলিয়া হলে চলবে না। মানোন্নয়নের মাধ্যমে কর্মীদের সংগঠনে শপথের জনশক্তিতে রূপান্তরিত হয়ে সংগঠন সম্প্রসারণে ভূমিকা রাখতে হবে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিতে কর্মীদের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ কায়েম ব্যতীত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। এছাড়া সকল মানুষের কল্যাণে আপনাদেরকে কাজ করতে হবে।