মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের ৩৩ নং দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে গ্রীণভিউ হাউজিং এলাকায় অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসাইন।
ওয়ার্ড সভাপতি হাফেজ রায়হান উদ্দিনের সভাপতিত্ব এবং সেক্রেটারি পারভেজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, পেশাজীবি দায়িত্বশীল বিজ্ঞানী ফজলুল হক, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ সাইফুর রহমান, এ্যাড. তাইয়্যেবুর রহমান এবং শ্রমিক কল্যাণ দক্ষিণ সভাপতি মোঃ অহিদুর রহমান।
মোবারক হোসাইন বলেন —আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমাদের রাজনীতি ন্যায়ের, সৎ নেতৃত্বের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, কেউ বঞ্চিত থাকবে না।
তিনি আরও বলেন - জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ঢাকা-১৩ কে একটি আদর্শ মডেল এলাকায় রূপান্তরিত করব, যেখানে উন্নয়ন হবে দৃশ্যমান, সেবাই হবে রাজনীতির মূল লক্ষ্য।
তরুণদের উদ্দেশে তিনি বলেন —দেশের তরুণরাই পরিবর্তনের অগ্রদূত। তাদের মেধা, শক্তি ও সততাকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত এলাকাবাসী ও শ্রমিক প্রতিনিধিরা তাঁর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে পরিবর্তনের এ যাত্রায় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উঠান বৈঠক শেষে জননেতা মোঃ মোবারক হোসাইন অত্র এলাকার মহল্লাবাসীর উদ্যোগে নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং আশেপাশের দোকান, মসজিদ ও মার্কেটে গণসংযোগ পরিচালনা করেন।