রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা ; আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী আপিল করে তার মনোনয়ন ফিরে পেয়েছেন। এতে তার সমর্থকেরা উজ্জীবিত হয়েছেন। এর আগে রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাইয়ে তার মনোনয়ন পত্র বাতিল করেছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর আংশিক ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে লড়বেন এই ইসলামী বক্তা।