আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা কে ‘একজন রত্নগর্ভা মহীয়সী মা’ উল্লেখ করে তার মৃত্যুতে দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ রবিবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া করে তিনি একটি পোস্ট দেন।

পোস্টে দিনে বলেন, “আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক জনাব ড. মাহমুদুর রহমান সাহেবের স্নেহময়ী মা আজ সকাল ৫টা ১৫ মিনিটে দুনিয়ার সকল বাঁধন ছিন্ন করে মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। “إنا لله وإنا إليه راجعون।” (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)”।

ডা. শফিকুর রহমান বলেন, “তিনি সেই মা, যাঁর গর্ভে আল্লাহ তায়ালা ড. মাহমুদুর রহমান এর মতো সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন এক সাহসী সেনাপতি উপহার দিয়েছিলেন।

মহান আল্লাহর দরবারে দোয়া করি—আল্লাহ তা'য়ালা এই মহীয়সী মায়ের প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা দান করুন।

মরহুমার সন্তান জনাব ড. মাহমুদুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের আল্লাহ তা'য়ালা উত্তম ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।”

উল্লেখ্য, আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে মাহমুদা বেগমের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।

তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধু ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।