আবার অশান্ত হয়ে উঠেছে খুলনাঞ্চল। আত্মগোপনে থাকা খুলনার শীর্ষ চরমপন্থি’ নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলী করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বড় শাহীন নামে এলাকায় পরিচিত। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনাটি ঘটে। নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। শাহীনের বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে সন্ত্রাসীরা গুলী করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলীর দুটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকান্ড তা এখনও জানা যায়নি।’ তিনি আরও জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এদিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর আমতলা শেরে এ বাংলা রোড হাজীবাড়ির সামনে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে রনি নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ব্যবসায়ী ওই এলাকার জাহঙ্গীর কবিরের ছেলে।
স্থনীয়রা জানায়, রনি খুলনা সদর থানাধীন ১০৪ নং শেরে বাংলা রোড হাজীবাড়ী পাশে জ্বালানি তেলের ব্যবসা করেন। রাত সাড়ে ৯ টার দিকে অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী এসে তেল বিক্রি করা অবস্থায় তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রনিকে জখম করে। এ সময়ে তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে তাকে লক্ষ্য করে একটি গুলী করে। কিন্তু সেটি লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। স্থানীয় উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে নিয়ে যায়।
এলাকাবাসি আরও জানায়, কয়েকদিন আগে লবণচরা থানাধী সবুজবাগ এলকার এক সন্ত্রাসী ওই ব্যবসায়ীর নিকট চাদা দাবি করে। যেটি না দেওয়রা কারণে তার ওপর হামলা চালিয়েছে ওই সন্ত্রাসী গ্রুপের সদস্যরা।