নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে মনোনয়ন না দেয়ায় তার অনুসারী বিএনপি নেতাকর্মীরা বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় নেতাকর্মীরা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়নের দাবি জানান। অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। অপর দিকে লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কে তীব্র যানযট দেখা দেয়।