DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

জুলাই বিপ্লবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ভূমিকা ছিল অবিস্মরণীয়: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে কোন প্রশ্ন নাই। মনে রাখতে হবে তাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিশ্বরণীয়।

অনলাইন ডেস্ক
জাগপা ছাত্রলীগ
'মনে রাখতে হবে তাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিশ্বরণীয়।' -রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে কোন প্রশ্ন নাই। মনে রাখতে হবে তাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিশ্বরণীয়। উল্লেখযোগ্যভাবে নারীদের উপস্থিতি ছিল আন্দোলনে। অথচ জুলাই বিপ্লবে ছাত্রদের ওই নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্ররা বঞ্চিত হয়েছে।

আজ ৬ মার্চ (বৃহস্পতিবার) শিশুকল্যাণ পরিষদ হলরুমে জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই-আগস্টে বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নাই, সমস্যার সূত্রপাত সেখানে। এখন কে সরকার আর কে নতুন রাজনৈতিক দল তাই মাঝে মাঝে বুঝতে সমস্যা হয়ে যায়। রাজনৈতিক দলের ছাত্র সংঠনকে আপনারা সম্ভবত প্রতিপক্ষ মনে করে জুলাই বিপ্লবের অংশীজন বানাতে পারেন নাই কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা কি অপরাধ করেছে? আপনারা ক্ষমতার কাতারে, জনতার কাতারে, সম্মানের কাতারে, প্রদর্শনীর কাতারে কোথাও আপনাদের নির্দিষ্ট গ্রুপ ব্যতীত অন্য ছাত্রদের স্থান দিতে পারলেন না? এই দৃষ্টান্ত অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ছাত্র আন্দোলন এনডিএম সভাপতি মাসুদ রানা জুয়েল, ইসলামী ছাত্র আন্দোলনের এজিএস খায়রুল আহসান মারজান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, মুসলিম ছাত্র ফেডারেশন সভাপতি মোঃ নুর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, ছাত্র ফোরামের সভাপতি সানজিদ রহমান শুভ , আহমেদ ইসহাক সাবেক সভাপতি রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন সভাপতি বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মনির, নাগরিক পার্টির সদস্য সাইফুল ইসলাম জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।