বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের চলমান সংকট উত্তরণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই একমাত্র কার্যকর পথ। নতুন বাংলাদেশ গড়তে নৈতিকতা, জনসেবা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে ভিত্তি করে রাজনীতি পরিচালনা করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে বলে জানান তিনি।
শনিবার (১৭ মে) বিকালে জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার হল রুমে মাসিক দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
জেলা আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী, জেলা বায়তুলমাল সেক্রেটারি ড. আব্দুল হামিদ চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, আইন সম্পাদক জসিমুদ্দীন আজাদ, সহকারী অফিস সেক্রেটারি মোহাম্মদ এজাহারুল ইসলাম প্রমুখ।
তিনি আরও বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে চায়। আমরা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ঢেলে সাজাতে চাই যাতে রাষ্ট্রই সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে পারে। জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষে মানুষে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা একাজ করেনি বরং তারা আত্মস্বার্থ, ব্যক্তিস্বার্থ, শ্রেণিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থরক্ষাসহ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছে। তাই জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে। সঙ্গত কারণেই আমরা নানাভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। তাই যেকোনো জুলুম-নির্যাতনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হতোদ্যম হলে চলবে না বরং সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।