ফটিকছড়িতে বেকারত্ব দূরীকরণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পবান্ধব ও বিনিয়োগমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, বেকারত্ব সমস্যা সমাধানে বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়ির বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম, টেকসই শিল্পায়ন এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম জোরদার করতে হবে। স্থানীয় পর্যায়ে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তরুণ সমাজকে কর্মমুখী করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে ফটিকছড়ি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে।

গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।