বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বৈষম্যহীন এক মানবিক বাংলাদেশ বিনির্মাণ হবে’’। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। যেখানে ধনী-গরিব বা উঁচু-নিচু শ্রেণীর মধ্য কোনো বৈষম্য থাকবে না। সমাজের উচু-নিচু শ্রেণীর মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতার কারণেই সমাজে বৈষম্যের সৃষ্টি হয়েছে। সমাজের বিদ্যমান বৈষম্য দূরীকরণের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
ড. হেলাল বলেন, জুলাই চেতনা ছিল রাষ্ট্রীয়ভাবে সৃষ্ট বৈষম্য ভেঙ্গে দিয়ে ইনসাফ ও ন্যায় বিচারের এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। জামায়াতে ইসলামী গণমানুষের সেই স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত রয়েছে। জনগণ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন হচ্ছে জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনে সন্ত্রাস-চাঁদাবাজ, লুটেরাদের বয়কট করতে পারলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আর কোনো বাঁধা থাকবে না। সব বাঁধা পেরিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)