বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন বিতর্কিত চিকিৎসক ডা. সাবরিনা। এসময় তিনি ওই স্থান ত্যাগ করতে বাধ্য হোন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গেলে ডা. সাবরিনার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।

এ সময় তারা তাকে “আওয়ামী লীগের দালাল” বলে স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাবরিনা শেষ পর্যন্ত প্রাইভেট কারে করে স্থান ত্যাগ করেন।

এর আগে ২৫ আগস্ট যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, “করোনার সার্টিফিকেট জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ডা. সাবরিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কীভাবে শ্রদ্ধা জানাতে সাহস পেলেন? যারা তাকে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

ডা. সাবরিনার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান অনুযায়ী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্ট্রার হিসেবে কর্মরত অবস্থায় অনুমতি ছাড়া জেকেজি হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে তিনি এবং তার স্বামী আরিফুল চৌধুরী করোনার নমুনা সংগ্রহের নামে ভুয়া রিপোর্ট দিয়ে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন। শুধু তিন মাসে তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা জমার প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, দুটি সক্রিয় জাতীয় পরিচয়পত্রে ভিন্ন জন্মতারিখ এবং স্বামীর ভিন্ন নাম ব্যবহার করেছেন সাবরিনা।

করোনা টেস্ট জালিয়াতি, প্রতারণা ও এনআইডি জালিয়াতির মামলায় ডা. সাবরিনা এর আগে কারাভোগও করেছেন। এসব কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে তার উপস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।