বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, রমযান গোনা মাফের মাস; তাক্বওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
ওয়ার্ড আমীর সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খলিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বারী, আল কাউসার আমীন, আবু হানিফ, আব্দুস সোবহান, মুহাম্মদ আলী, রিপন হোসেন, সেলিম কাজী, মুহাম্মদ রিয়াজ, এডভোকেট আবু সাঈদ, শেখ রিপন, আব্দুল্লাহ আল মামুন, মমিন চৌধুরী, কামাল হোসেন, মাসুদ হোসেন, মোখলেসুর রহমান, বেল্লাল হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।
অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, রমযান মাসের মর্যদা সম্পর্কে পবিত্র কালামে হাকীমে বলা হয়েছে, রমযান মাস এমন একটি মাস যে মাসে আল কুরআন নাযিল করা হয়েছে; যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী। আর রমযান মাস এমন একটি মাস যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আর উন্মক্ত করা হয় জান্নাতের দরজাগুলো। হাদিসে কুদসীতে বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তা’য়ালা বলেন, রোযা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেবো।
অনত্র বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রমযান মাসে রোযা রাখবে আল্লাহ তা’য়ালা তার অতীতের সকল গোনাহ মাফ করে দেবেন। তাই মাহে রমযানে আমাদের উদাসীন থাকার সুযোগ নেই বরং রমযান মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগীর মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিতে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। প্রতিদান স্বরূপ আল্লাহ তায়ালা আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান।