রাজনীতি
চট্টগ্রামে জামায়াতের ইফতার মাহফিলে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন
খোদাভীরু ও সৎ লোকেরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে
চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে রেখে দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্রে
Printed Edition

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে রেখে দায়িত্ব পালন করলে সমাজ ও রাষ্ট্রে কোন অনিয়ম, দূর্নীতি ও জুলুম থাকবে না। খোদাভীরু ও সৎ লোকেরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টা করতে পারে। যখন আমাদের অন্তরে আল্লাহর ভয় স্থাপন হয়, তখন আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা ও প্রতিটি সিদ্ধান্ত হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক। আমরা কখনোই অন্যায়, দূর্নীতি বা জুলুমের দিকে পা বাড়াবো না। বরং, আমাদের প্রতিটি পদক্ষেপ হবে মানুষের উপকারে, সমাজের কল্যাণে এবং রাষ্ট্রের উন্নতির দিকে।
সোমবার নগরীর কোতোয়ালী থানা জামায়াতের দেওয়ানবাজার ওয়ার্ডের এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আমীর এডভোকেট আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানবাজার ওয়ার্ড সেক্রেটারি শাহ কামাল হাসান, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুহাম্মদ হোসাইন।
নগরীর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের ইফতার উপহার বিতরণ : মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার উপহার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদারের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ কাউসার নেওয়াজ রাজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর, বিশিষ্ট সমাজসেবক টেরিবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল মনসুর, বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, আবু শাহেদ, মাওলানা নজির হোসাইন কুতুবী প্রমুখ। এসময় এলাকার ৭০০ জন মানুষের কাছে ইফতার উপহার তুলে দেওয়া হয়।