রাজধানীর ঢাকার আদাবর থানার কিছু এলাকায় হঠাৎ প্রবল বর্ষণে পানি জমে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। পানিবন্দি হয়ে পড়েন বহু মানুষ, যারা আশ্রয় নেন বিভিন্ন মসজিদ ও উঁচু স্থানে। ক্ষুধার্ত ও অসহায় মানুষের এ বিপদের মুহূর্তে মানবতার সেবার মহান উদ্দেশ্যে ছুটে যান ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মোবারক হোসাইন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেন।

খাদ্য বিতরণের সময় তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা চাই প্রতিটি ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে। যদি আমাদের দেশে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তবে কোনো অসহায় মানুষকে আর ক্ষুধার্ত থাকতে হবে না, কিংবা রাস্তায় দাঁড়িয়ে সেবার জন্য অপেক্ষা করতে হবে না। রাষ্ট্রই তখন প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার ও সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।”

তার এই মহৎ উদ্যোগে পানিবন্দি মানুষদের মধ্যে আশার আলো দেখা দেয়। ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দেওয়ার মুহূর্তে অনেকেই চোখের জলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।

জনাব মোঃ মোবারক হোসাইন উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন , স্থানীয় প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করে এলাকার বিভিন্ন স্থানে ছোট বড় খাল খননের উদ্যোগ নেয়া হবে ইনশাআল্লাহ।

মোহাম্মদ মোবারক হোসাইনের এই মানবিক কার্যক্রম শুধু ক্ষতিগ্রস্ত মানুষদের উপকারেই আসেনি, বরং জনগণের মনে নতুন আস্থার জন্ম দিয়েছে। তিনি প্রমাণ করেছেন, প্রকৃত নেতৃত্ব মানেই জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানো। মানবতার সেবায় তার এ ত্যাগ ও উদ্যোগ ভবিষ্যতের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

পানি বন্দী হওয়া ক্ষুধার্ত মানুষের পাশে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন আদাবর থানার সম্মানিত আমীর মোঃ আল আমিন সবুজ, নায়েবে আমীর মোহাম্মদ নাজমুস সাকিব, ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির টিম জোনের সদস্য, ডাক্তার শফিউর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।